Thursday, May 16, 2019

Avijit Dasgupta
100, Krishnapore Road
Kol--700028
Mobile---9830254556

বাঁচতে শেখা
অভিজিৎ দাশগুপ্ত

আমার হাত ধরে আছে একজন,--
আমি সেই ছোটবেলা থেকে
হেঁটে চলেছি।এখনও হাঁটছি।
তবুও মনের একাকীত্ব ঘুচল না।
সেই আমি একাই রয়ে গেলাম।
তুমি যদি মনে করো তোমার আবর্তে,
অনেক অনেক হাত 
ধেয়ে আসছে তোমার দিকে
তোমার হাতে হাত রাখবে বলে--
আবারও ভুল ভাবছ তুমি।
তুমি একা।হাঁটতে হবে একা।
অসংখ্য হাতের তোমার হাতের প্রয়োজন,
মিটে গেলেই,
দেখবে হাজার হাজার যোজন দূরে
সরে গেছে ।
শেষে, তুমি আবারও একা।
এটাই তোমার ভবিতব্য,
একে নিয়ে বাঁচতে শেখো।

No comments: