সবুজের অভিযান
নদেরচাঁদ হাজরা
১৪.৫.২০১৯
মনের মধ্যে আজ কোথাও সবুজ খুঁজে পাচ্ছিনা
ধূসর হতে হতে মনটা আজ হারিয়ে ফেলতে সব মানবতা
এখন শুধু অবসাদ আর অবসাদ
যে মুখগুলোকে সরলতায় বিশ্বাস করতাম
তাদের ছোবল খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে
এখন আর নেই আনন্দধ্বনি
নেই ভালোবাসার উচ্ছ্বাস
চারপাশটা বড় দ্রুত বদলে যাচ্ছে
গ্লানি আর ক্লান্তি ঘিরে রেখেছে চারপাশ ৷
দুর্বিত্তায়নের তাপে দগ্ধ হচ্ছে জীবনের সবুজ বনভূমি
শুধু রূক্ষতা আর রূক্ষতা
রূক্ষতার বলয় ভেদ করে ভালোবাসার বৃষ্টি
প্রবেশ করতে পারছেনা ৷
উষর পতিত কাঁকরে আচ্ছন্ন হয়ে পড়ছে
হৃদয় খুঁড়ে আর জাগাতে পারছেনা প্রীতির ফল্গুধারা
অথচ সব হৃদয়ে আছে
ঘুমিয়ে আছে ৷
এবার অভিযানে বের হওয়া দরকার বড়
সবুজের অভিযান
একযোগে বের হলে
দুর্বিত্তায়ণ পালাবার পথ খুঁজে পাবেনা ৷
তখন অাবার হৃদয়জুড়ে ফুটবে ভালোবাসার ফুল
মধুগন্ধে ভরে যাবে সব মানুষের মন
চেতনার উৎসলোকে ভাসবে জীবনের গন্ধ
তারই অপেক্ষায় মানুষ আজ ৷
নদেরচাঁদ হাজরা
৭০এ নবনগর
যাদবপুর
কোলকাতা—৭০০০৩২
No comments:
Post a Comment