Saturday, May 18, 2019

বঙ্গবন্ধুর স্মরণে গান (১৫ আগস্ট স্মরণে) -পঞ্চানন মল্লিক


বঙ্গবন্ধুর স্মরণে গান (১৫ আগস্ট স্মরণে)  -পঞ্চানন মল্লিক


চল্ বাঙালি চল্ আমরা টুঙ্গীপাড়ায় যাই
শেখ মুজিবের কবরখানা দেখে আসি ভাই
বঙ্গবন্ধু -জাতির পিতা
এমন একজন মহান নেতা
আরতো কেহ নাই। আরতো কেহ নাই।।

একাত্তরে বজ্র কণ্ঠে দিলেন ঘোষণা
পািকস্তানী শাসন তোরা আরতো মানিস না
বীর বাঙালি তাঁর কথাতে
যুদ্ধে গেল অস্ত্র হাতে
জীবন মরন লড়াই করে দেশটা স্বাধীন তাই।।

লাল সবুজের নিশান ওড়ে স্বাধীন এ বাংলায়
সবই আছে শুধু আমার বঙ্গবন্ধু নাই
পঁচাত্তরের কালো রাতে
প্রাণটা গেল ঘাতক হাতে
বাঙালিদের শোকের মাতম আজো থামেনাই।।

                   প্রেরকঃ -
                    পঞ্চানন মল্লিক
                  গীতিকারঃ রেডিও নলতা
                    (F.M-99.2)
                 সুন্দরবন কুরিয়ার সার্ভিস
                পাইকগাছা শাখা ,খুলনা

1 comment:

NurAhmed said...

কবিতা মনোনীত হলো কি?