আপনি ভুলে গেছেন লেখিকা
রুহি আক্তার
( সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি )
কোনো এক অশান্ত গ্রীষ্মের দিনে কোনো এক বিষন্ন বর্ষায়
কোনো এক অক্লান্ত শরৎ এ কোনো এক রোদেলা হেমন্তে কোনো এক ধূষর শীতে
কোনো এক মধুর বসন্তীরঙে
সে আনমনে ভাব ছিলো
আসলেই কি আপনি আমায় ভুলে গেছেন!
বছরের পর বছর পেরিয়ে
মাসের পর মাস পেরিয়ে মিনিটের পর মিনিট পেরিয়ে সেকেন্ডের পর সেকেন্ড পেরিয়ে দিনের পর দিন পেরিয়ে
সময়ের পর সময় পেরিয়ে
সে অসাময়িক দৃষ্টিতে ভাব ছিলো আসলেই কি আপনি আমায় ভুলে গেছেন!
হয়তো কতো যুগ পার হবে
হয়তো কতো সময় পার হবে
হয়তো মৃত্যু ডাক দিবে
তখন অব্দি সে ভাব ছিলো
No comments:
Post a Comment