Tuesday, March 5, 2019

তানিয়া কবিতা

তানিয়া

এস এস বিদ্যুত্ প্রামাণিক (কালপনিক)






তিথির আলো লাগছে ভাল
তানিয়া, সেও অন্যের হল
জীবন লাগে আঁধার কাল
ভোগবিলাসে নাই কো ভাল ।

সরল সোজা পথটা খোঁজা
তানিয়া খান রাখছে রোজা
নেক আমলে দিবে পারি
পার্থিব তার নাই কো বুঝা।

সরল মনে জীবন গুণে
খাম খেয়ালি নাই বনে
জীবন করবে স্বর্গময়
বইয়ের পাতা তাই-ই কয়।

মঙ্গল আসুক জীবন তরে
তানিয়া থাকুক সুখের ঘরে
দেবদাস আর মজনু বাণী
করবো সঙ্গ জীবন খানি।

আলপনা আর কলপনা জীবন আছি যন্ত্র
সেইখানেতে আর কোন তানিয়ারা ঠাঁই পাবে না।


No comments: