Death be not Proud ( sonnet x)
Jonh donne
গর্বিত হয় না হে মৃত্যু, কেউ কেউ বলে
তুমি এতটা শক্তিমান আর ভয়াল নও,
কেউ বলে এটা মৃত্যু নয়, ধ্বংস হয় না অন্তত জীবন
নিঃশেষ করতে পারো না তুমি, মৃত্যু তো এক ধরনের নিদ্রা ।
মৃত্যুর ছবি সে তো চিরকালের বিশ্রাম আরামে স্থান,
যে কারনে পুণ্যবান মানুষের মরে যুবা কালে
মৃত্যু তাদের শরীর কারাগার হতে আত্মাকে মুক্ত করে
এ কারনে মোরা মৃত্যুকে বলবো না বড়ই ভয়াল।
মৃত্যুর দ্বারে ক্রীতদাস, অভাজন রাজার ক্ষমতা সকলই সমান ।
বিষ, আফিম নেশা, যুদ্ধাহত এসব হতেও অতি উঁচুমানের নিদ্রা এই মরণ
ও সবের চাইতে মরণকেই কেন বা জানাবনা স্বাগতম?
মৃত্যুর পরে কবর সে তো স্বল্পমেয়াদি নিদ্রা
যখন মোদের স্বর্গে হবে ঠাঁই তখন মৃত্যু আর পাবে না নাগাল,
মৃত্যুর শেষ কথা নয়, মৃত্যুর পরে আত্মা রবে জেগে।
-----------------×----------------×----------------×-------------
sssompadasgupta@gmail.com
ইংরেজি যে কোন সাহিত্য বঙ্গানুবাদ পেতে নিচে
comment করুন অথবা emai করুন textএর নাম লেখে
Jonh donne
গর্বিত হয় না হে মৃত্যু, কেউ কেউ বলে
তুমি এতটা শক্তিমান আর ভয়াল নও,
কেউ বলে এটা মৃত্যু নয়, ধ্বংস হয় না অন্তত জীবন
নিঃশেষ করতে পারো না তুমি, মৃত্যু তো এক ধরনের নিদ্রা ।
মৃত্যুর ছবি সে তো চিরকালের বিশ্রাম আরামে স্থান,
যে কারনে পুণ্যবান মানুষের মরে যুবা কালে
মৃত্যু তাদের শরীর কারাগার হতে আত্মাকে মুক্ত করে
এ কারনে মোরা মৃত্যুকে বলবো না বড়ই ভয়াল।
মৃত্যুর দ্বারে ক্রীতদাস, অভাজন রাজার ক্ষমতা সকলই সমান ।
বিষ, আফিম নেশা, যুদ্ধাহত এসব হতেও অতি উঁচুমানের নিদ্রা এই মরণ
ও সবের চাইতে মরণকেই কেন বা জানাবনা স্বাগতম?
মৃত্যুর পরে কবর সে তো স্বল্পমেয়াদি নিদ্রা
যখন মোদের স্বর্গে হবে ঠাঁই তখন মৃত্যু আর পাবে না নাগাল,
মৃত্যুর শেষ কথা নয়, মৃত্যুর পরে আত্মা রবে জেগে।
-----------------×----------------×----------------×-------------
sssompadasgupta@gmail.com
ইংরেজি যে কোন সাহিত্য বঙ্গানুবাদ পেতে নিচে
comment করুন অথবা emai করুন textএর নাম লেখে
No comments:
Post a Comment