Saturday, May 18, 2019

সমর্পণ রুদ্র সুশান্ত





সমর্পণ 



রুদ্র সুশান্ত 





তোমাকে ভালোবাসার দায় মাথায় বিঁধে জন্মাবো আবার,
একবার-বহুবার, ঘুরে ঘুরে আসি তোমাতে জন্ম নেবার।

পৃথিবী দেখেছে পার্থিব শরীর আমি দেখেছি সুদীর্ঘ প্রার্থনা,
নিজেতে মিশে তোমাকে খুঁজি পেলে জন্মাবো আর না।

হোক তবে আশা-নিরাশার অন্তিম প্রদীপ মোহ-জ্বালা,
তোমার পায়ে নতজানু হয়ে সাজাবো স্বর্গের মালা। 

১৩ জুন ২০১৮ ইং

No comments: