Download
অনামিকা নামের রহস্য উপন্যাসটি শাবলু শাহাবউদ্দিনের প্রথম উপন্যাস। একজন সাংবাদিক কী ভাবে একজন পাড়াগায়ের মেয়েকে ভালো বাসলো তার স্ত্রী থাকার শর্তেও?তাহলে প্রেম কী কোন জাত কুল বাঁধা মানে না। প্রেমের আবির্ভাব কী জীবনের যে কোন সময় আসতে পারে। সাংবাদিক প্রেমে পড়ে খুঁজে পেল এক বাস্তব জীবনে রহস্য। একজন পাড়াগায়ে মেয়ে যে এত সংগ্রাম করতে পারে তা আর তার আগে জানা ছিল না। বেশ্যা পাড়া থেকে শুরু করে ধর্মের কুসংস্কার এবং সাহিত্যের পথ রেখা এমন কিছু নেই যে এখানে তুলে ধরে নাই লেখক। যৌবনের জৈবিক চাহিদা। এ যেন কোন বাধ মানে না । অনামিকা নামের রহস্য খুঁজতে সাংবাদিক এখন মরিয়া। বাস্তবিক জীবনে আমরা সবাই অনামিকার মধ্যে পরে আছি । এটা কেউ জানি না।
উপন্যাস পড়লে একবার হলেও আপনার বিবেক আপনার বিরোধে সংগ্রাম করবে । হুহু করে কেঁদে উঠবে আপনার মন। খুঁজে পাবেন জীবনের এক বাস্তব রেখা।
চাইলে আপনিও উপন্যাসটি সংগ্রহ করতে পারেন এবং পড়তে পারেন ।
সংগ্রহ করতে কল দিন অথবা রকমারি ডট কম এ গিয়ে অডার করুন ।
1 comment:
অনামিকা নামের রহস্য দারুণ একটা উপন্যাস ।
Post a Comment