রোজার শিক্ষা
           (রাকিবুল ইসলাম রকি)
সারাদিন না খেয়ে থাকি রোজা থাকার ছলে । 
নামাজ-কালাম দিয়ে ফাঁকি রোজা টা বিফলে । 
শুধুশুধু উপাস থেকে কি লাভ আছে তাতে ?
পাপকাজ কি যাবে ঢেকে এইযে রোজাটাতে?
পুণ্য অর্জন করার চেয়ে পাপ অর্জন'ই হবে ।
এত এত সুযোগ পেয়ে জানি বুঝি কবে ?
গালিগালাজ, মিথ্যা কথা রোজা থেকে বলি ।
আরো কত অন্যায় যথা পাপ পূর্ণ সকলি ।
কুদৃষ্টি নিক্ষেপ করি যা দর্শন উচিৎ নয় ।
মন্দ কাজে জড়াই পড়ি তবে কি এই রোজা হয়?
রোজা মানে মন্দ থেকে বিরত থাকতে হয় ।
সারাদিন না খেয়ে থেকে আল্লাহ্র প্রতি ভয় । 
রোজা মানে খোদার হুকুম যথাযথ মানা ।
রোজা থেকে চাকুম-চুকুম করবেনা কেউ খানা ।
রোজার শিক্ষা অন্যায় থেকে সঠিক পথে ফেরা।
রোজাদার তাই অন্যায় ঢেকে শান্তিধামে ঘেরা। 
                                      ,,, এক রকি
                                                   ১৬-০৪-২০১৯
                                            দুপর ০১:৩০মি. 
মা
        রাকিবুল ইসলাম রকি
দোলনা দোলা কথা বলা 
         প্রথম মা'কে দেখা । 
মুখের ভাষা ভালোবাসা
         মায়ের থেকে শেখা। 
বাবার চেয়ে শ্রদ্ধা পেয়ে
           মা শ্রেষ্ঠত্ব পাবে।
স্রষ্টার পরে মায়ের তড়ে
         শ্রদ্ধা করে যাবে।
মায়ের খোঁজ নিলে রোজ
           আল্লাহ্ খুশি হয়। 
কষ্টের কথা দুঃখ ব্যথা 
          নীরবে মা সয় । 
মায়ের প্রতি থাকা ব্রতি
        সন্তানেরা ধন্য । 
মা এর আশা ভালোবাসা
       সন্তানেরি জন্য।
আদর করে স্নেহভরে
  মিষ্টি সুরে `মা' ডেকো ।
 সোহাগ মেখে যত্নে রেখে      
     মায়ের সাথে থেকো ।
খাঁটি মুমিন হও 
    রাকিবুল ইসলাম রকি
সৃষ্টি যার হুকুম তার
        আল্লাহ্ মহান রব ।
পূর্ণ করি জীবন তরী
         দ্বীনি বিষয়ে সব ।
ইসলাম ধর্মে পুণ্য কর্মে
       আল্লাহ্র বিধান মানি।
ন্যায় নীতি সাম্য প্রীতি
    কুরআনে-হাদিসে জানি 
নামাজ পড়ে সমাজ গড়ে
           খাঁটি মুমিন হও।
সবার মাঝে সকল কাজে
          সত্য কথা কও।
আল্লাহ্ - রাসুলের উক্তি কর বন্দনা-ভক্তি
            ইহকালীন শান্তির ভরসায় ।
  স্রষ্টার ইবাদাত কর দিনরাত
        পরকালীন মুক্তির আশায় ।
Dinajpur,
Bangladesh.
No comments:
Post a Comment